“শিক্ষার্থীদের সাফল্যই আমাদের অগ্রযাত্রার মূল শক্তি। মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারের সূচনা থেকে আজ পর্যন্ত আমরা তৈরি করেছি হাজারো দক্ষ টেকনিশিয়ান। অভিজ্ঞ ট্রেইনারদের গাইডলাইনে অনেকেই গড়ে তুলেছেন নিজেদের সার্ভিস সেন্টার, অনেকেই হয়েছেন সফল উদ্যোক্তা। কেউ কর্মসংস্থান করেছেন অন্যদের জন্য, কেউ বা দেশ-বিদেশে কাজ করে হয়েছেন স্বাবলম্বী। এতগুলো সাফল্যের গল্পই আমাদের পথচলার অনুপ্রেরণা, যা আমাদেরকে প্রতিদিন আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করছে।”